শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) থেকে গাইবান্ধার পলাশবাড়ীতে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবানে ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি সোমবার সকালে উপজেলা টাউন হলে সংগঠনের সভাপতি আব্দুস সোবাহান বিচ্ছু সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। অন্যান্যদের মধ্যে রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তর কর্মকর্তা আব্দুস সালাম, উ”চমান সহকারী হার“নূর রশিদ, গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন মালিক সমিতির সভাপতি এনামুল হক মকবুল, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান ও শ্রমিক সদস্য তৌহিদুল ইসলাম মন্ডল, শ্রমিক সংগঠনের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সাবু, আবু তাহের মিয়া, সাবেক সাধারণ সম্পাদক রেজানুর রহমান ডিপটি, ঢোলভাঙ্গা আঞ্চলিক শাখার সভাপতি মোখলেছুর রহমান, বকশিগঞ্জ শাখার সভাপতি বকুল মিয়া ও সাধারণ শ্রমিক আয়নাল ড্রাইভার ছাড়াও মোটর শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাবেক ও বর্তমান শ্রমিক নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ সভায় বক্তব্য রাখেন। এর আগে পবিত্র কোরআন তেলোয়াত করেন সংগঠনের ধর্মীয় সম্পাদক হাফেজ নূর“ল ইসলাম এবং গীতা পাঠ করেন পূজা উদ্যাপন কমিটির সভাপতি বাবু নির্মল মিত্র। সংগঠনের মৃত শ্রমিক সদস্যবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন শেষে বার্ষিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। শেষে আগামী ৩০ দিনের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় ।